পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে ভিন্ন রাজনৈতিক ও মতাদর্শের মানুষদের নিয়ে গঠিত হয়েছে একটি ব্যতিক্রমী সামাজিক সংগঠন- ‘ভাটিখাইন উন্নয়ন ফোরাম’। অরাজনৈতিক এই সংগঠনটি স্থানীয় উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
‘দল ধর্ম যার, ভাটিখাইন উন্নয়ন ফোরাম সবার’- এই স্লোগানকে ধারণ করে সংগঠনের সদস্যরা এলাকার মানুষের কল্যাণে ইতোমধ্যেই গ্রহণ করেছেন একাধিক জনসেবামূলক ও সচেতনতামূলক উদ্যোগ।
ভাটিখাইন উন্নয়ন ফোরামের পক্ষ থেকে এ পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প, মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম, ন্যায্যমূল্যের বাজার পরিচালনা, সড়ক আলোকিতকরণ, শিক্ষার মানোন্নয়ন, খেলাধুলা ও কৃষি উন্নয়নমূলক কর্মসূচি গরু চুরি হওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১০ টি ছাগল প্রদান এবং মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
ফোরামের ব্যানারে ইউনিয়নের ১৮টি সামাজিক সংগঠনের সহযোগিতায় প্রায় ৯০০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভাটিখাইন স্কুল, মন্দির, সামাজিক সংগঠনে গাছ বিতরণ। এছাড়া জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন স্থানে সড়ক বাতি ও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ফোরামের আহ্বায়ক সাংবাদিক এএইচ কাউছার খান বলেন, ‘আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াতে চাই। সমাজের বিভাজন দূর করে সবাই মিলে কাজ করলে উন্নয়ন সহজ হয়। আবার রাজনৈতিক প্লাটফর্মে যার রাজনীতি সেই করবে।’
ফোরামের উপদেষ্টা ও ভাটিখাইন শহীদ জিয়া একতা সংসদের সভাপতি কাজী নাজিম উদ্দিন বলেন, ‘এই সংগঠনের কার্যক্রম এলাকার মানুষের মাঝে সচেতনতা ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করছে। সম্মিলিতভাবে এভাবে এগিয়ে গেলে ভবিষ্যতে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।’
ভাটিখাইন সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ও ফোরামের উপদেষ্টা আশিকুল মোস্তফা তাইফু বলেন, ‘আমরা এত দিন বিভক্ত ছিলাম বলেই সমাজের মৌলিক সমস্যা নিয়ে কেউ কাজ করত না। একে অপরকে দোষারোপ করতাম। কিন্তু এই ফোরাম সেই ভেদাভেদ ভেঙেছে। এখন ভিন্নমতের মানুষ একসঙ্গে কাজ করছে। সামাজিক উদ্যোগের মাধ্যমে জনসচেতনতা তৈরি হচ্ছে, অনেক সমস্যারও সমাধান হচ্ছে।’
ত্রিনেত সংঘের সভাপতি ও ফোরামের প্রতিনিধি জয় শীল বলেন, ‘রাজনৈতিক বিভাজন ভুলে এভাবে এক প্ল্যাটফর্মে মানুষের কল্যাণে কাজ করাই ভাটিখাইন উন্নয়ন ফোরামের সবচেয়ে বড় অর্জন। এই সংগঠন এখন স্থানীয় উন্নয়নের একটি মডেল প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে।’