চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলার সামাজিক সংগঠন ভাটিখাইন উন্নয়ন ফোরামের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গাছের চারা উপহার দেওয়া হয়েছে।
রোববার (১৩ জুলাই) দুপুরে সংগঠনটির প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়টির নবাব ফয়জুন্নেছা হল কর্তৃপক্ষের কাছে ফলজ ও বনজ চারা হস্তান্তর করে।
ভাটিখাইন উন্নয়ন ফোরামের আহ্বায়ক এএইচএম কাউসার খান জানান, চবির নবাব ফয়জুন্নেছা হল একটি নতুন নির্মিত হল। তাই আমরা হলের জন্য দেবদারু, ঝাউ, নিম, আমড়া ও জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছ উপহার দিয়েছি।’
হলটির প্রভোস্ট প্রফেসর ড. এসএম রফিকুল ইসলাম বলেন, ‘ভাটিখাইন উন্নয়ন ফোরামের এই উদ্যোগ প্রশংসনীয়। সুস্থ, সুন্দর, নির্মল ও ভারসাম্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। পরিবেশকে ভারসাম্যপূর্ণ ও সতেজ রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই।’
গাছগুলো হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন প্রভোস্ট প্রফেসর ড. এসএম রফিকুল ইসলাম, হাউস টিউটর নৈরঞ্জনা চাকমা, সাদেকা তামান্না, সেকশন অফিসার মো. মাসুদ ফরহান, ভাটিখাইন উন্নয়ন ফোরামের উপদেষ্টা কাজী নাজিম উদ্দিন, আশিকুল মোস্তফা তাইফু, ভাটিখাইন উন্নয়ন ফোরামের আহ্বায়ক এএইচএম কাউসার খানসহ নবাব ফয়জুন্নেছা হলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।