রাউজান, চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের (ইউআরপি) উদ্যোগে ‘বিদায় ও বরণ’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ এর ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান জনাব দেবাশীষ রায় রাজা।
অনুষ্ঠানে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয় এবং নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। একই সাথে, ওয়ার্ল্ড টাউন প্লানিং ডে ২০২৪’-এর বিআইপি ডিবেট কম্পিটিশন ২০২৪’-এর চ্যাম্পিয়ন, এমআইএসটি এনভায়রনমেন্ট ফেস্ট ২০২৫’-এর জিআইএস কেস কম্পিটিশনের চ্যাম্পিয়ন, চুয়েটে ইন্ট্রাবিজ ১.০’-এর চ্যাম্পিয়ন এবং রুয়েটের ক্র্যাকজেক ২.০’-এর অ্যা ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশন এর দ্বিতীয় রানার আপ হওয়া শিক্ষার্থীদের বিভাগের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়।