পটিয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ভাটিখাইন গ্রামে টানা ১২ বছর ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে ১০ দিনব্যাপী শোহদায়ে কারবালা মাহফিল। প্রতি বছর মহররম মাসে ভাটিখাইন করল কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে এই মাহফিল আয়োজন করা হয়। ১-১০ মহরম পযন্ত এই মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলটি পরিচালনা করেন শোহদায়ে কারবালা মাহফিলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহবুব আলম, অর্থসম্পাদক কাজী নাজিম উদ্দিন, আলেম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিনসহ আরো অনেকে। মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন হুজুরের সঞ্চালনায় প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১১টা পর্যন্ত চলে ধর্মীয় আলোচনা, মাহফিল ও দেশ-জাতি নিয়ে বিশেষ দোয়া।
মাহফিলে অংশগ্রহণ করেন ওলামায়ে কেরাম, ইসলামি চিন্তাবিদ, বিভিন্ন মাদরাসার শিক্ষকবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা কারবালার শহীদদের আত্মত্যাগ, ইসলামের আদর্শ, ন্যায়-সত্য ও প্রতিবাদী চেতনার গুরুত্ব তুলে ধরেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভাটিখাইনবাসীর দোয়া ও সহযোগিতায় এই মাহফিল বিগত ১২ বছর ধরে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবারই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একটি ব্যতিক্রমধর্মী ও শিক্ষামূলক জমায়েতে পরিণত হয়।
মাহফিলে, গাছ বিতরণ, কবর খননকারীদের মাঝে উপহার বিতরণ, তরুণ যুব সমাজের মধ্যে আপমারা প্রদান করা হয়। এছাড়া মাহফিল শেষে তাবরুক বিতরণ করা হয়।
স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি ও ভলান্টিয়ার টিমের নিবেদিতপরিচর্যায় অনুষ্ঠানটি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।