পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ১০ মহররম মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস, শাহাদাতে কারবালা দিবস এবং সমগ্র মানবমন্ডলীর মুক্তির মহা শাহাদাত দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় আলোচনা ও সালাতু সালাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ জুলাই) বিকেলে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব পটিয়া উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলানায়তনে আয়োজিত সমাবেশে সংগঠনের উপজেলা সভাপতি খোরশেদুল আলম মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আবু তালেব সারতাজ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা হাফেজ ক্বারী ইলিয়াস শাহ, কেন্দ্রীয় নেতা এমফিল গবেষক আল্লামা রেজাউল কাউসার, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, জেলার নেতা কামরুল ইসলাম নকিব, উপজেলার নেতা মাওলানা শরীফ সরওয়ার, নজিবুল কবির রাহগীর, লুতফুর রহমান, জেলার সংগঠক মহিলা নেত্রী সাবিনা সাদাত সাবা, উপজেলার নেতা মাওলানা নজরুল ইসলাম, ক্যাপ্টেন মহসিন মাওলানা ফরিদুল ইসলাম, আব্দুর রহিম, আবুল কালাম, গোলাম সরওয়ার, মীর সুজন, জেলার সংগঠক ও মহিলা নেত্রী হোসনে আরা আক্তার, সালমা আকতার, জিনু আক্তার, ববি আক্তার, উম্মে হাবিবা ও উপজেলা স্টুডেন্ট ফ্রন্টের সংগঠক সজিব মোকাররম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, “১০ই মহররম শুধু ইতিহাস নয়, এটি সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগের এক চিরন্তন বার্তা। ইমাম হুসাইন (রাঃ) এর কারবালার মহা শাহাদাত আজও সকল নির্যাতিত মানুষের প্রেরণা হয়ে আছে।”
তারা আরও বলেন,“কারবালা আমাদের শিক্ষা দেয়, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নেওয়ার, সত্যের পথে দৃঢ়চিত্তে এগিয়ে চলার। এই শিক্ষা আমরা আজকের সমাজে বাস্তবায়ন করতে চাই।”
নেতৃবৃন্দ বলেন, ‘এ শাহাদাত মোয়াবিয়া এজিদ চক্রের উমাইয়া গোত্রবাদি স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়তের ধ্বংসাত্মক গ্রাস থেকে সব মানুষের নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থা ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত রক্ষার মহান শাহাদাত।’
নেতৃবৃন্দ সমাবেশে ইসলামের অস্তিত্বের এ ঈমানী শাহাদাত নিয়ে বাতিল শিয়াবাদের বিকৃতি ও ধোকা এবং মোয়াবিয়া এজিদপন্থী বাতিল খারেজিদের বিকৃতি ও প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান ।
উল্লেখ্য, বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব প্রতি বছরই এই শহীদ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে থাকে।