সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় ডিসি পার্কে মাছ ধরা উৎসব উপলক্ষে মাছ অবমুক্তকরণ; বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্লাওয়ার জোন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩০ জুন) সকালে এসব কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।
এ সময় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ফরিদা খানম বলেন, ‘আমরা চাই, ডিসি পার্ক চট্টগ্রামের একটি সম্পদে পরিণত হোক। সারা বছরই যেন ডিসি পার্কে দর্শনার্থীদের জন্য প্রাণবন্ত-উৎসবমুখর পরিবেশ থাকে, সে জন্য আমরা বছরব্যাপী বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছি এবং নানা উন্নয়ন-সংস্কার কাজ হাতে নিয়েছি।’
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) একেএম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এ সময় উপস্থিত ছিলেন।