চট্টগ্রাম: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ‘ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও বাজারজাতকরন বন্ধে আমাদের করণীয়’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে এ বৈঠক হয়।
দৈনিক আমার দেশের চট্টগ্রামের ব্যুরো চীফ জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। সাংবাদিক আবছার উদ্দিন অলি ও পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বেলা, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, সিআরএস টিভির চেয়ারম্যান মো. সেলিম নুর, পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা শাহজাদা মো. সামসুজ্জামান, চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এনামুল হক, সামাজিক উন্নয়ন সংস্থা সুভার চীপ কো-অডিনেটর রিতু পারভীন, সাংবাদিক মো. আবু ছালেহ, কামাল পারভেজ, ও মুজিব উল্লাহ তুষার।
উপস্থিত ছিলেন সালমা বেগম, মোরশেদ আলম, জিন্নাত আলী, মো. শাহ আলম, এমডিএইচ রাজু প্রমুখ।
বৈঠকে বক্তারা বলেন, ‘পরিবেশ দূষণে পলিথিন এখন ক্যান্সারে পরিণত হয়েছে। পলিথিন ও প্লাস্টিক বর্জ্য পরিবেশে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে। পলিথিনের সহজ প্রাপ্যতা অত্যাধিক ব্যবহারের ফলে জনজীবন ও পরিবেশের উপর হুমকি হয়ে দাঁড়িয়েছে। পলিথিন ও প্লাস্টিক নিমূল করতে হলে জনসাধারণকে সচেতন হতে হবে। পাশাপাশি সরকারকে এ বিষয়ে জোরালো ভূমিকা গ্রহণ করতে হবে। শিক্ষামূলক প্রচারণা এবং সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। ক্ষতিকারক পলিথিন বন্ধে জেল ও জরিমানাসহ প্রতিনিয়ত বাজার মনিটরিং জোরদার করতে হবে। সরকারের সাথে সাথে ব্যক্তিগত ও সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।’