চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ছয় কৃতী আজ মঙ্গলবার (২৪ জুন) শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
সকাল ১০টায় সিভাসু অডিটোরিয়ামে আয়োজিত ‘ইন্টার্নশিপ ফিডব্যাক প্রোগ্রাম এবং ডিন’স অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে
ব্যাচেলর অব সায়েন্স (অনার্স) ইন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিগ্রির ২০২২ ও ২০২৩ সালের সমন্বিত ফলাফলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এই ছয় শিক্ষার্থীকে সম্মানজনক ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হয়।
ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা হলেন- ১০ম ব্যাচের (২০১৮-২০১৯ সেশন) অর্পিতা রায় ত্রিশা (প্রথম স্থান), কেএম আমিনুল এহসান (দ্বিতীয় স্থান) ও মিনহাজ উদ্দিন (তৃতীয় স্থান) ও ১১তম ব্যাচের (২০১৯-২০২০ সেশন) জেরিন দেবী নাথ (প্রথম স্থান), আফিয়া ইবনাত সাইবা (দ্বিতীয় স্থান ) ও মোসাম্মৎ তাজমিম জাকিয়া মিম (তৃতীয় স্থান )।
ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ১১তম ব্যাচের (২০১৯-২০২০ সেশন) শিক্ষার্থীরা ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু (ইউএমটি) এবং দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও ফুড ইন্ডাস্ট্রিতে ছয় মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করে। এই উপলক্ষ্যে ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদ উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. কামাল, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর শেখ আহমাদ আল নাহিদ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর একেএম সাইফুদ্দিন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক (পল্লী শিক্ষা ও সমাজ উন্নয়ন) শেখ মাসুদুর রহমান এবং বিসিএসআইআর গবেষণাগার চট্টগ্রামের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) বরুণ কান্তি সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিভাসুর ফুড প্রসেসিং ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর শিরীন আক্তার।
শুরুতে ইন্টার্নশিপ প্রোগ্রামের ওপর প্রেজেন্টেশন দেন ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ১১ম ব্যাচের শিক্ষার্থী নওশীন নওয়াল উইশি, মরিয়ম জামিলা মারজিয়া ও উম্মে হাবিবা। অনুষ্ঠানে ইন্টার্নশিপ প্লেসমেন্ট সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সার্টিফিকেট দেওয়া হয়।
শেষে গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে সিভাসু ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সিভাসুর উপাচার্য প্রফেসর মোহাম্মদ লুৎফুর রহমান ও বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।