চট্টগ্রাম: চট্টগ্রাম সিটিতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগ।
বুধবার (১৮ জুন) মেমন জেনারেল হাসপাতাল এ টিকা কার্যক্রম শুরু হয়েছে। দেওয়া হচ্ছে ফাইজারের বুস্টার ডোজ টিকা।
চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হোসনা আরা বেগম জানান, করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় টিকাদান কার্যক্রম ফের শুরু করছে চসিক। প্রথম ধাপে ষাটোর্ধ্ব ব্যক্তি, প্রসূতি, করোনাযুদ্ধে প্রথম সারিতে থাকা ব্যক্তিরা এ টিকা নিতে পারবেন।
টিকা নিতে আগ্রহীদের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন বা আগের করোনা টিকা দেওয়ার কার্ড সঙ্গে আনতে হবে জানিয়ে তিনি বলেন, ‘প্রথম দিন টিকা নিতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল একেবারেই কম।’
হোসনা আরা আরও বলেন, ‘প্রতিটি ভায়ালে রয়েছে ছয় ডোজ টিকা। প্রাথমিকভাবে চসিক পরিচালিত হাসপাতালগুলোতে এ টিকা কার্যক্রম চলবে।’
এদিকে, টিকা দিতে আসা জাহাঙ্গীর আলম নামে ব্যক্তি বলেন, ‘করোনা ভাইরাস বাড়ছে। কিছুটা তো আতঙ্কিত। তাই, টিকা দিতে আসলাম। আজকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে।’
















