চট্টগ্রাম: হজ পালন শেষে সৌদি আরব থেকে প্রথম দফায় চট্টগ্রামে ফিরেছেন ৪১৩ জন হাজি।
মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এ বছর চট্টগ্রাম থেকে মোট ৫ হাজার ১৮৮ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে প্রথম দফায় ৪১৩ জন দেশে ফিরেছেন। জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত ফিরতি ফ্লাইটগুলো অব্যাহত থাকবে।
ফ্লাইটবন্দরে এ সময় উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (সিএএবি) কর্মকর্তারা, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক, স্টেশন ম্যানেজারসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।