সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় সহস্রধারা-২ ঝর্ণায় নেমে ডুবে তাহসিন আনোয়ার (১৭) নামে স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১৪ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোটদারোগাহাট এলাকায় এ ঘটনা ঘটে।
তাহসিন জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক (উপসচিব) লুৎফুন নাহারের একমাত্র ছেলে। তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মছিন্দ্রলাল ত্রিপুরা জানান, তাহসিনসহ ৭জন বন্ধু মিলে ঝর্ণাটিতে ঘুরতে গিয়েছিলেন। তাদের মধ্যে তিনজন ঝর্ণার পুলে নামে। পানির গভীরতা বুঝতে না পেরে দুইজন ওপরে উঠে এলেও তাহসিন ডুবে যায়। এ সময় তিনি চিৎকার করে সাহায্য চাইছিলেন। তবে, বন্ধুরা সেটি মজা মনে করে গুরুত্ব দেয়নি। কিছুক্ষণ পর যখন তাহসিন আর ভেসে ওঠেনি, তখন তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিকাল পৌনে ৫টার দিকে সহস্রধারা-২ ঝর্ণার পানিতে একজন পর্যটক ডুবে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে পানির নিচ থেকে তাহসিনের লাশ উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এবং থানা পুলিশের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে যান।