চট্টগ্রাম: সারা দেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর ফলে দেশের অধিকাংশ এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। গতকাল মঙ্গলবার (১০ জুন) দেশের ৪৯ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে।
আবহাওয়া অফিস বলছে, ‘চলমান তাপপ্রবাহ আজ বুধবার (১১ জুন) কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। ফলে দিনের তাপমাত্রা কমতে পারে।
বুধবার আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, ‘আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।’
সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে চট্টগ্রাম বিভাগে ভারি বর্ষণ হতে পারে। এই বিভাগের তাপপ্রবাহ কমে যাবে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
আগামকাল বৃহস্পতিবার (১২ জুন) দেশের ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে, ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গেল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে।