চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দুইটি বোর্ডিং ব্রিজের একটি বিকল হয়ে পড়েছে। আন্তর্জাতিক রুটের যাত্রীদের তীব্র গরমের মধ্যে পায়ে হেঁটে টার্মিনাল থেকে বিমানে উঠতে ও নামতে হচ্ছে।
বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে, আন্তর্জাতিক অ্যারাইভাল চার নম্বর গেটের বোর্ডিং ব্রিজটি গেল চার দিন ধরে অচল। এর ফলে, কাছাকাছি সময়ে দুইটি বড় ফ্লাইট অবতরণ করলে একটির যাত্রীরা ব্রিজ ব্যবহারের সুযোগ পেলেও অন্য ফ্লাইটের যাত্রীদের পায়ে হেঁটেই লাউঞ্জে ঢুকতে হচ্ছে।
আগামী ১৭ জুন থেকে এই বিমানবন্দরে হজের ফিরতি ফ্লাইট আসা শুরু হবে। তখন যাত্রীদের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সৌদি আরবের মদিনা থেকে ফেরা বাংলাদেশ বিমানের এক যাত্রী নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ‘বিমানবন্দরটি শুধু নামেই আন্তর্জাতিক। দীর্ঘ ভ্রমণের পর তীব্র রোদের মধ্যে আমাদের পায়ে হেঁটে টার্মিনালে ঢুকতে হচ্ছে, যা বেশ ভোগান্তির।’
বিভিন্ন এয়ারলাইন্সের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, প্রতিদিন ১৪-১৮টি আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটের বড় ফ্লাইটগুলোও এই দুইটি বোর্ডিং ব্রিজ ব্যবহার করে। একটি ব্রিজ বিকল থাকায় পুরো চাপ অন্যটির ওপর পড়ছে।
এ ব্যাপারে বিমানবন্দরের মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল গণমাধ্যমকে বলেন, ‘বোর্ডিং ব্রিজ দুইটি ২০০১ সালে স্থাপন করা হয়েছিল। এগুলো ২৪ বছর ধরে সেবা দিচ্ছে। মাঝে মাঝে বিকল হলে আবার মেরামত করা হয়।’