চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির রিয়াজুদ্দিন বাজারের এমকে মার্কেটে ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে।
মঙ্গলবার (১০ জুন) বিকাল সোয়া তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে চট্টগ্রাম সিটির নন্দনকানন ফায়ার স্টেশন থেকে ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ কাজ শুরু করে। বিকাল প্রায় পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রাও ফায়ার সার্ভিসকর্মীদের সাথে আগুন নেভানোর কাজে অংশ নিয়েছেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে কক্ষে দায়িত্বে থাকা একজন অপারেটর সংবাদ মাধ্যমকে বলেন, ‘ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। যে দোকানে আগুন লেগেছে, সেখানে গার্মেন্টেসের মালামাল ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।’