চট্টগ্রাম: ঈদুল আজহার দ্বিতীয় দিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন তার পৈতৃক নিবাস চকবাজারের ডিসি রোডে নিজ উদ্যোগে ৫০০ দুঃস্ত ও অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছেন।
রোববার (৮ জুন) সকালে আয়োজিত উদ্যোগে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের হাতে ঈদের মাংস তুলে দেন শাহাদাত হোসেন।
এ সময় তিনি বলেন, “ঈদের আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সমাজের সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে ঈদের খুশি ভাগ করে নিতে হবে- এটাই কুরবানির মূল শিক্ষা।”
মাংস বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইমরান উদ্দিন, মহানগর যুবদল নেতা মো. জাবেদ, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মো. সেলিম, মো. সোহেল ও মো. সাদ্দামুল হক সাদ্দাম।
এই সময় স্থানীয়রা উপস্থিত থেকে মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।