কুলাউড়া, মৌলভীবাজার: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াত সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে। শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না।’
রোববার (৮ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মিলনায়তনে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় শফিকুর রহমান আরো বলেন, ‘কোন দেশ আমাদের দেশের নির্বাচনে হস্তক্ষেপ করুক- এটা কাম্য নয়। দেশ আমাদের সকলের। আমরা সবাই মিলে ভাল রাখতে চাই। আমরা কোন বিভক্তি-বিভাজন চাই না। অতীতে যারা যা করেছেন তার শাস্তি পেয়েছেন এবং পাবেন।’
নির্বাচন বিষয়ে কথা বলতে গিয়ে জামাত আমির বলেন, ‘যারা জনগণের আকাঙ্খা পূরনে কাজ করবে আমি তাদের পিছনে ঘুরে ঘুরে সময় দিব। আমার আসন সারা দেশের ৩০০ আসন। তবে কোন আসনে আমি নির্বাচন করবো সে সিদ্ধান্ত আমার দল দিবে আমি নই।’
সাবেক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে জীবন্ত কবর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। তাই কেউ কথা বলেনি। সারাটা দেশ তছনছ হয়ে গিয়েছিল। তবুও তারা বলতো বাংলাদেশ উন্নত হচ্ছে।’
বিচার বিভাগের কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, ‘মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে সাজানো আদালতের মাধ্যমে তারা ফাঁসিতে ঝুলাত। আমাদেরকে বার বার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করত ভবিষ্যত পরিকল্পনার কথা, আমরা বলতাম মানবিক বাংলাদেশের কথা।’
সভায় বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি ইয়ামির আলী।