চট্টগ্রাম: অন্তর্বর্তী সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ রোববার (৮ জুন) চট্টগ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
এ সময় আমীর খসরু বলেন, ‘এই সরকারের অধীন নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। যেখানে ৯০ শতাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তাব দিয়েছে, সেখানে কোন গোষ্ঠীকে সুবিধা দিতে এপ্রিলে নির্বাচনের কথা বলা হচ্ছে, তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে।’
তিনি আরো বলেন, ‘যে গোষ্ঠীর স্বার্থে এপ্রিলে নির্বাচনের কথা বলা হয়েছে, সেই গোষ্ঠীকে সুবিধা দিতে যদি সিংহভাগ রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করা হয়, তবে আগামী নির্বাচন সুষ্ঠু হবে কি না, সে ব্যাপারে জনগণের মনে সন্দেহ তৈরি হবে।’
‘ইতোমধ্যে সংস্কার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। ফ্যাসিবাদের বিচার কার্যক্রমও শুরু হয়েছে। সে ক্ষেত্রে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব। কিন্তু কেন নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, সেটি নিয়ে প্রশ্ন আছে।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘নির্বাচন কোনেভাবেই ডিসেম্বরের পরে করার কারণ ও যৌক্তিকতা নেই।’
নির্বাচন ডিসেম্বরের পরে গেলে অন্য কোন উদ্দেশ্য আছে বলে সন্দেহ প্রকাশ করেন আমির খসরু।
পাশাপাশি এই পরিস্থিতি দেশের রাজনীতিতে গভীর সংকট তৈরি করবে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।