চট্টগ্রাম: ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার নতুন গঠিত কমিটির নেতৃত্বে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (৪ জুন) বিকালে চট্টগ্রাম সিটির জমিয়াতুল ফালাহ ওয়াসা মোড় থেকে মিছিল শুরু হয়ে কাজির দেউড়ির নাসিমন ভবন দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি জাহেদুল আফসার জুয়েল বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করেছিল। ছাত্রদল সব জুলুম নির্যাতন সহ্য করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথ ছাড়েনি। আগামীতেও ছাত্রদল সব অপশক্তির মোকাবেলায় রাজপথে থাকবে।’
প্রধান বক্তা চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। সব গ্রুপিংয়ের উর্ধ্বে গিয়ে দলের কল্যাণে ত্যাগীদের মূল্যায়ন করেছি। তারেক রহমান আজকের নতুন নেতৃত্বকে যেভাবে মূল্যায়ন করেছেন আপনারাও অধীনস্থ ইউনিটের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করবেন।’
নবগঠিত কমিটির সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি বলেন, ‘শিক্ষা, ঐক্য ও প্রগতির মূলনীতি ধারণ করে ছাত্রদলকে সুসংগঠিত করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করবো। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র পূনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল সর্বদা সচেষ্ট। উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে আমাকে মূল্যায়ন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অতীতের মতো আগামীতেও উত্তর জেলা ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচিসহ যে কোন সাংগঠনিক কর্মসূচি যথাযথভাবে পালন করবে, ইনশাআল্লাহ।’
নবগঠিত উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল বলেন, ‘দেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে ছাত্রদল সব সময় রাজপথে থাকবে। গত ১৭ বছর ছাত্র রাজনীতিতে অপরাজনীতির চর্চা হয়েছে। ছাত্র রাজনীতিকে সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে ছাত্রদল বদ্ধ পরিকর।’
সমাবেশে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সহ সভাপতি গিয়াস উদ্দিন, মাহবুবুর রহমান খান, মহিন উদ্দিন, নাঈম উদ্দীন মিনহাজ, গাজী আব্দুল মুবিন, রেজাউল করিম চৌধুরী রকি, হোসেন মোহাম্মদ মাসুম, আমজাদ হোসেন জিহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন হোসেন, বেলাল উদ্দিন মুন্না, কাউসার উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা সজিব।