চট্টগ্রাম: বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল ১১টায় সিটির ষোলশহরস্থ শহীদ জিয়া স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ ও মোহাম্মদ আনাছ, সদস্য কামরুল হাসান আকাশ, চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন লিটন, কমার্স কলেজ ছাত্রদলের আহ্বায়ক রায়হান আলম, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক মো. হানিফ, সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী রনি, ওমর গণি এমইএস কলেজ ছাত্রদলের আহ্বায়ক তারেক আজিজ, বাকলিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. আলী মুসা, কমার্স কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল উদ্দিন।