পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ঈদুল-আযহা উপলক্ষে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১ পৌরসভায় বর্তমান অন্তবর্তী সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হচ্ছে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলার কুসুমপুরা ইউনিয়নে দরিদ্র অসহায় ও দুঃস্তদের মাঝে দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে চাল বিতরণ করেছেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর। কুসুমপুরা ইউনিয়নের ১ হাজার ৫৫০ জন অসহায় দুঃস্ত দরিদ্র পাবেন ১০ কেজি করে এ চাল।
এই সময় উপস্থিত ছিলেন দক্ষিণ হরিণ খাইন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আহম্মেদ হোসেন, জামায়াত ইসলামী কুসুমপুরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাস্টার হামিদুল হক, এলডিপির প্রতিনিধি আব্দুল কুদ্দুস চৌধুরী, ছাত্র প্রতিনিধি আবু জুনায়েদ আসাদ।
এ সময় শওকত আকবরের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের সহ-সভাপতি ট্যাগ লাগিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় প্রতিবাদ জানানো হয়।
বক্তারা বলেন, ‘শওকত আকবর কোন সময় প্রতি হিংসার রাজনীতি করেননি তিনি জনসেবা, সমাজসেবা দীর্ঘ দিন পর্যন্ত এলাকার জনসমর্থন নিয়ে এই কাজে নিযুক্ত রয়েছেন।’
জনকল্যাণমুখী কাজ করতে গিয়ে তৎকালীন জনপ্রতিনিধি সরকারের উধ্বতন কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময়ে ছবি তোলা দোষের কিছু নয় বলে বক্তারা জানান।
পটিয়া প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবার উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৯ হাজার ৭০৭ অসহায় দুঃস্ত দরিদ্র পরিবার ভিজিএফ চালের আওতায় আসছে। তাদের মধ্যে ১৭ টি ইউনিয়নে ১৫ হাজার ৮৬ পরিবারের মাঝে ১৫০ দশমিক ৮৬০ টন, পৌরসভার ৪ হাজার ৬২১ পরিবারের মাঝে ৪৬ দশমিক ২১০ টন চাল বিতরণ করা হবে।
আগামী ৩ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন পটিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন।
২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন। এ কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।