চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরে উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা আবু তাহের।
বুধবার (২৮ মে) গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম নগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠকে অব্যাহতি দিয়ে এই আদেশ দেওয়া হয়। এ আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে।
আবু তাহের চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হওয়ায় নগর জাপা নেতৃবৃন্দ সংবাদপত্রে প্রদত্ত যুক্ত বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘আবু তাহরে ভাইয়ের সুদক্ষ, তারুণ্যদীপ্ত ও গতিশীল নেতৃত্বে চট্টগ্রাম নগর জাপা পূর্বের চাইতে বেশী শক্তিশালী হবে।’
বিবৃতিদাতারা হলেন জাপার কেন্দ্রীয় সদস্য ওসমান খান, নাছির উদ্দীন ছিদ্দিকী, রেজাউল করিম রেজা, শ্রমিক পার্টিরর সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, যুব সংহতি আহ্বায়ক নুরুল বশর সুজন, সদস্য সচিব আবছার উদ্দীন রনি, মহিলা পার্টির সভাপতি রেজিয়া সুলতানা, তরুণ পার্টি সদস্য সচিব তরিকুল ইসলাম তারেক, স্বেচ্ছাসেবক পার্টি সদস্য সচিব এমদাদ হোসেন চৌধুরী, নগর ছাত্র সমাজ সভাপতি শরীফুল মোল্লাহ নিরব।