ঢাকা: ১৮ কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ফ্যাসিবাদের পতন হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বর্তমান পরিস্থিতিতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৮ মে) জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম কারামুক্তির পর ঢাকার শাহবাগে দল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, ‘সব শ্রেণি পেশার মানুষের সম্মিলিত চেষ্টায় আওয়ামী লীগের পতন হয়েছে। আর এ জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এর আগে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়া আজহারুল ইসলাম বলেন, ‘এত দিন ন্যায়বিচার ছিল না, এখন ন্যায় বিচারের মধ্যদিয়ে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।’
সকাল সাড়ে নয়টায় মুক্তি পেয়ে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বের হন। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।