ঢাকা: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বহুল প্রতীক্ষিত অনার ৪০০ সিরিজ উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। রোববার (২৫ মে) ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে ফটোগ্রাফির নতুন এআই গোট হিসেবে সমাদৃত এই সিরিজটি লঞ্চ করা হয়। অত্যাধুনিক এআই প্রযুক্তির মাধ্যমে পোর্ট্রেট ফটোগ্রাফিতে নতুন দিগন্তের সূচনা করবে এই সিরিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও। প্রধান অতিথি ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মো. মুজাহিদুল ইসলাম এবং বিজনেস হেড মো. আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে মূল বক্তব্যের পাশাপাশি মনোরম পরিবেশনা, গেমস এবং ফ্যাশন শো’র আয়োজন করা হয়, যা এই আয়োজনে নতুন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে ল্যাং গুও বলেন, ‘এআই-সমর্থিত মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে অনার ৪০০ সিরিজের উন্মোচন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা এই অত্যাধুনিক প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসতে পেরে খুবই আনন্দিত। এখন থেকে ব্যবহারকারীরা নিজেদের জীবনের প্রতিটি স্মরণীয় মুহূর্তকে অতুলনীয় ক্ল্যারিটি সহ ফ্রেমবন্দি করে রাখতে পারবেন।’
মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘অনার ৪০০ সিরিজের উন্মোচন কেবল অনারের জন্যই নয়, বরং বাংলাদেশের সমগ্র স্মার্টফোন খাতের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। এর উদ্ভাবনী ফিচারের ওপর ভর করে অনার ৪০০ সিরিজটি স্মার্টফোন ব্যবহারকারীদের মোবাইল ফটোগ্রাফির অভিজ্ঞতা নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
অনার ৪০০ সিরিজে রয়েছে একটি ২০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার এআই প্রাইমারি ক্যামেরা, সাথে ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট সেলফি ক্যামেরা। এই সিরিজে প্রাইমারী ক্যামেরার সাথে ৩০এক্স টেলিফটো জুম ফাংশনও রয়েছে; এই খাতে প্রথম বারের মত কোন ডিভাইসে এমন উচ্চ ক্ষমতাসম্পন্ন জুম সুবিধা পাওয়া যাবে। এই সিরিজে আরও আছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি, ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ ৬ দশমিক ৫৫ ইঞ্চি ওলেড স্ক্রিন এবং ২৭৩৬ বাই ১২৬৪ রেজুলেশন। অনার ৪০০ সিরিজ আগামী শনিবার (৩১ মে) পর্যন্ত প্রি-বুকিং করা যাবে। প্রি-বুকিংয়ের সময় গ্রাহকদের জন্য থাকছে ১৫ হাজার টাকা পর্যন্ত মূল্যের উপহার, ১৮০ দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ব্যবহৃত/পুরাতন ফোনের বিনিময়ে অনার ৪০০ সিরিজের ডিভাইস জেতার সুবর্ণ সুযোগ।
বাংলাদেশে এই সিরিজ উন্মোচনের মধ্যে দিয়ে স্মার্টফোন বাজারে নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করেছে অনার। এআই-সমর্থিত মোবাইল উদ্ভাবন ত্বরান্বিত করতে অনারের প্রতিশ্রুতির প্রতিফলন এই সিরিজ। এর অত্যাধুনিক ও উন্নত প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীদের ফটোগ্রাফির অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে অনার ৪০০ সিরিজ।