চট্টগ্রাম: রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের ক্লাব এসেম্বলি ও নিয়মিত সভা বুধবার (২১ মে) সন্ধ্যায় নগরীর জিইসি মোড়স্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ক্লাব এসেম্বলি পর্বে আসন্ন বছরের পরিকল্পনা, সদস্যদের ভূমিকা ও দায়িত্ব বণ্টন, বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের রূপরেখা ও পোলিও মুক্ত বিশ্ব গড়তে রোটারি ইন্টারন্যাশনালের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাব এসেম্বলি পরিচালনা করেন রোটারি ক্লাব চিটাগাং সাগরিকার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রেজাউল করিম।
এ সময় অংশগ্রহণকারী সদস্যরা রোটারির নীতিমালা ও মানবকল্যাণমূলক কাজের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান শাহাদাৎ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ও এ্যমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম জুয়েল।
তিনি বলেন, ‘সমাজে মানবিকতা ও সম্প্রীতির বন্ধন জোরদার করতে পরিবার, কর্মক্ষেত্র ও সমাজের প্রতিটি স্তরে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকেরই উচিত যার যার অবস্থান থেকে মানবিক কাজ করা। একটি মানবিক সমাজ গঠনে শুধু সংগঠন নয়, ব্যক্তি উদ্যোগও গুরুত্বপূর্ণ।’
যে কোন ধরনের প্রতিষ্ঠান পরিচালনায় মানবিকতা এবং সুসাশন চর্চার গুরুত্বারোপ করে শফিকুল আলম জুয়েল আরো বলেন, ‘রোটারি ক্লাবগুলো দীর্ঘ দিন ধরে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজের উন্নয়নে অসামান্য ভূমিকা রাখছে। এসব কর্মসূচি সরাসরি সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের উপকারে আসছে এবং আমাদের সকলকে অনুপ্রাণিত করছে।’
সভায় বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর, প্রেসিডেন্ট ইলেক্ট রওশন আক্তার, অপকার প্রোগ্রাম কোর্ডিনেটর খায়রুল ইসলাম, আয়কর আইনজীবী প্রিয় দে, মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ ইকবাল।
অনুষ্ঠান শেষে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান শাহাদাৎ হোসেন চৌধুরীর জন্মদিন উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা জানানো হয়।