চট্টগ্রাম: কিশোরগঞ্জে কবর তৈরির কারিগর মনু মিয়াকে লাল ঘোড়া উপহার হিসেবে দিতে যাচ্ছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রামের যুবক প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। তিনি নিজেই মনু মিয়ার সাথে যোগাযোগ করে বিষয়টি জানিয়েছেন।
মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘মনু মিয়ার ঘোড়াটি কিছু দুষ্কৃতকারী হত্যা করেছে। আমি আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর পাশে দাঁড়াতে চাই।’
তিনি বলেন, ‘গত বুধবার (১৪ মে) থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে মনু মিয়া। তার অনুপস্থিতিতে অভিভাবকশূন্য হয়ে পড়ে ঘোড়াটি। গত শুক্রবার (১৬ মে) সকালে মিঠামইন উপজেলার হাশিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।’
উল্লেখ্য, ৬৭ বছর বয়সী মনু মিয়া যখনই কবর খোঁড়ার ডাক আসত নিজের চলার সঙ্গী ঘোড়াটি নিয়ে বেরিয়ে পড়তেন মৃতের বাড়ির দিকে। অর্ধ শতাব্দী ধরে কিশোরগঞ্জের ইটনার হাওরাঞ্চলের এই বৃদ্ধ তিন হাজারের বেশি কবর খুঁড়েছে বিনা পারিশ্রমিকে।