চট্টগ্রাম: আ-কার ই- কার চলচ্চিত্রের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে প্রদর্শিত হলো টেলিফল্ম ‘কালো মেঘের নৌকা’ এবং ‘নোলক’।
গত শনিবার (১৭ মে) সন্ধায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগামে (টিআইস) এ উৎসবের আয়োজন করা হয়।
অভিনয় শিল্পী কঙ্কন দাশের সঞ্চালনায় হল ভর্তি দর্শকের সামনে আ-কার ই-কার চলচ্চিত্রের পরিচিতি তুলে ধরেন শ্রেয়সী স্রোতর্সিনী। এরপর টেলিফল্ম দুটির লেখক শিমরান ফেরদৌস গল্প দুটির অভিব্যক্তি তুলে ধরেন।
আনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নাট্যকার ও নির্দেশক রবিউল আলম, অভিনেতা সোভরাজ চৌধুরী আইয়ুব, অভিনেতা শাহীন চৌধুরী।
টেলিফল্মে দুটির পরিচালক এবং আ-কার ই-কার চলচ্চিত্রের কর্ণধার আশরাফুল করিম সৌরভ প্রোডাকশন হাউজের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
টেলিফিল্ম ‘কালো মেঘের নৌকা’ ও ‘নোলক’ প্রদর্শনী শেষে ৩৮ অভিনেতা অভিনেত্রীকে শুভেচ্ছা স্বারক ক্রেস্ট দেওয়া হয়।