পটিয়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট চট্টগ্রাম শহরে অবস্থানরত চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জনশক্তি নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) রাতে চট্টগ্রাম মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রস্তুতি নিয়ে জনশক্তিদের উদ্বুদ্ধ করেন। তারা বলেন, ‘নির্বাচনে জয়লাভ জামায়াতে ইসলামীর উদ্দেশ্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য সমাজ, রাষ্ট্র ও জনগণের খেদমত-ই জামায়াতের উদ্দেশ্য।’
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ চট্টগ্রামের সভাপতি ইঞ্জিনিয়ার মানজারে খুরশেদ আলমের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগরী ব্যাংকার্স ফোরামের নায়েবে আমীর আখতার হোসাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
তিনি বলেন, ‘পটিয়াকে চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-১২ আসন (পটিয়া) সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার ফখরুল ইসলাম, চট্টগ্রাম-৯ আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ফজলুল হক, ইঞ্জিনিয়ার লোকমান কবীর, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলি) আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার মুমিনুল হক, আহমদ নূর, এসএম মহিউদ্দিন, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ সেলিম উদ্দিন, এসএম নাসির উদ্দিন, ডাক্তার জালাল উদ্দিন, ইঞ্জিনিয়ার এয়াকুব নবী, মুহাম্মদ ইকবাল, এডভোকেট শামসুল আলম, ডাক্তার নাসির উদ্দিন, নিউরোসার্জন ডাক্তার ইসমাইল হোসেন, ডাক্তার ইরফান, জাহাঙ্গীর আলম।