চট্টগ্রাম: চট্টগ্রামের খেলাধুলার উন্নয়নে হুম্মাম কাদের চৌধুরী, মীর হেলাল ও ইস্রাফিল খসরুর সঙ্গে কথা হয় জানিয়ে ক্রিকেটার তামিম ইকবাল আশা প্রকাশ করে বলেছেন, ‘খেলাধুলায় আগের দিন ফিরে পাবে চট্টগ্রাম।’
শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে তিনি এ কথা জানান।
তামিম ইকবাল বলেন, ‘জাতীয় দলে অমুকের কারণে খেলতে পারিনি, তমুকের কারণে খেলতে পারিনি– এটা স্পোর্টসম্যানের কথা হতে পারে না। স্পোর্টসম্যানের কথা হবে, হয়ত আমার ভুল ছিল– এই কারণে জাতীয় দলে যেতে পারিনি।’
চট্টগ্রামের খেলাধূলা নিয়ে সাবেক এ অধিনায়ক বলেন, ‘১৫-২০ বছর আগে চট্টগ্রাম থেকে অনেকেই বাংলাদেশের খেলাধুলায় প্রতিনিধিত্ব করতেন। আমরা আবারও ওই জায়গাটা ফিরে পাবো। হুম্মাম (হুম্মাম কাদের চৌধুরী) ভাই, হেলাল ভাই (মীর হেলাল), ইস্রাফিল ভাইয়ের (ইস্রাফিল খসরু) সঙ্গে কথা হয়, কীভাবে খেলাধুলাকে আগের জায়গায় নিয়ে আসতে পারি। আমি নিশ্চিত, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ যে ধরনের খেলায়ই হোক না কেন, আগের দিন ফিরে পেতে ওনারা সুযোগ পেলে সর্বোচ্চ চেষ্টা করবেন।’
আবারও দেখা হওয়ার প্রতিশ্রুতি দিয়ে তামিম বলেন, ‘আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম। একটা অঘটন হয়েছিল। মাত্র সেরে উঠেছি। আপনাদের এত ভালোবাসা দেখে আমি খুবই খুশি। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।’
শনিবার বিকেলে পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শীর্ষক অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বিএনপির তিন অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে চট্টগ্রাম মহানগরসহ বিভাগের ৯৯টি উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নিন। মিছিলগুলোতে নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।