চট্টগ্রাম: ‘বাংলাদেশে নারী ও শিশু নিযার্তন একটি ব্যাপক সামাজিক সমস্যা, যার প্রতিকারে প্রয়োজন কার্যকর আইন প্রয়োগ এবং জনসচেতনতা”- এই বিষয়টি সামনে রেখে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের মুট কোর্ট সোসাইটির উদ্যোগে ‘নারী ও শিশু নিযার্তন প্রতিরোধে আইনগত চ্যালেঞ্জ ও প্রতিকার’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সিটির বায়েজিদের আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ কর্মশালার আয়োজন করা হয়।
বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালায় তিনটি সেশনে বিচারক, আইনজীবী ও গবেষকগণ মূল্যবান মতামত ও আলোচনা উপস্থাপন করেন। প্রথম সেশনে আলোচক ছিলেন জেলা ও দায়রা জজ (মানব পাচার অপরাধ ও প্রতিরোধ ট্রাইব্যুনাল) এএম জুলফিকার হায়েত। দ্বিতীয় সেশনে বক্তব্য দেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সিনিয়র রিসার্চ অফিসার মনিষা বিশ্বাস। তৃতীয় ও শেষ সেশনটি পরিচালনা করেন নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনাল-২ চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর মাহমুদ উল আলম চৌধুরী মারুফ।
কর্মশালায় উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, রেজিস্ট্রার এএফএম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান সুরাইয়া মমতাজ, মুট কোর্ট সোসাইটির মডারেটর খাদিজাতুল কুবরা ও মোহাম্মদ জাহেদুল ইসলাম এবং আইন বিভাগের শিক্ষকবৃন্দ।
কর্মশালায় অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতন দমনে আইনগত প্রক্রিয়া, চ্যালেঞ্জ ও প্রাসঙ্গিক প্রতিকার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পান। পরে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।