চট্টগ্রাম: দীর্ঘ চার মাস শূন্য থাকার পর চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডিপার্টমেন্ট অব ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এসএম নছরুল কাদিরকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) সিনিয়র সহকারী সচিব এএসএম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০’-এর ধারা ৩১ (১) অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এসএম নছরুল কাদিরকে ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।’
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন এবং আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।
এর আগে, গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদ পূরণের জন্য মোট নয়জনের নাম প্রস্তাব করে মন্ত্রণালয়ে চিঠি পাঠায় চট্টগ্রাম সিটি করপোরেশন।
উল্লেখ্য, গত বছরের আগস্টে সরকার পতনের পর শিক্ষার্থীর আন্দোলনের মুখে গত ৬ ডিসেম্বর উপাচার্য অনুপম সেনের পদত্যাগের পর এত দিন ধরে উপাচার্য পদটি শূন্য ছিল।