পটিয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় ফুলকলি ফুড প্রোডাক্টস লিমেটেডের পরিবেশ দূষণ বন্ধ না হলে ফ্যাক্টরি সিলগালা করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। উপজেলার গৈড়লার টেক এলাকা থেকে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে ‘গণস্বাক্ষর কর্মসূচি’র উদ্বোধন করা হয়।
পটিয়া ফুলকলি ফ্যাক্টরির দূষণ বন্ধ না হলে ফ্যাক্টরি সিলগালা করার দাবিতে ‘পটিয়ার সর্বস্তরের জনতা’র ব্যানারে ১৮এপ্রিল-এপ্রিল পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে গৈড়লার টেক, নাইখাইন ,গৈড়লা, উজিরপুরসহ বিভিন্ন এলাকা থেকে গণস্বাক্ষর নেওয়া হয়। গণস্বাক্ষর কর্মসূচিতে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন।
গণস্বাক্ষর কর্মসূচির উদ্ভোধনী বক্তব্যে জননেতা ওহিদুল ইসলাম বলেন, ‘অবিলম্বে ফুলকলি ফ্যাক্টরির দূষণ বন্ধ করতে হবে। ফুলকলি কর্তৃপক্ষ যদি মনে করে, অতীতের ধারাবাহিকতায় তারা চাঁদাবাজদের ম্যানেজ করে পরিবেশ দূষণ করে যাবে, তাহলে ভুল করবে। ফুলকলিকে দ্রুততম সময়ের মধ্যে ইটিপি প্ল্যান কার্যকর করে বর্জ্য পরিশোধন করে খালে ফেলতে হবে। না হয় এলাকাবাসী ফুলকলির বর্জ্য নিষ্কাশনের পাইপ বন্ধ করে দিতে বাধ্য হবে।’
উল্লেখ্য, পটিয়ার সর্বস্তরের জনতার ব্যানারে গত শনিবার (১২ এপ্রিল) ফুলকলি ফ্যাক্টরির দূষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ থেকে গণস্বাক্ষর কর্মসূচি, পরিবেশ অধিদপ্তরের ডিজি বরাবর লিখিত অভিযোগ, পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপিসহ এই তিনটি কর্মসূচি ঘোষণা করা হয়।