চট্টগ্রাম: চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে চসিকের মেয়র শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় ডেন্টাল কলেজ বাস্তবায়নের সম্ভাব্য স্থান এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ তসলিম উদ্দীন, চমেকের উপাধ্যক্ষ ডাক্তার মো. আবদুর রব, চসেক হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ডেন্টাল ইউনিট প্রধান ডাক্তার মনোজ কুমার বড়ুয়া, ডাক্তার এসএম সারোয়ার আলম, ডাক্তার মো. কামাল উদ্দিন, ডাক্তার মো. আবুল হোসেন, ডাক্তার রাহাত খান।
প্রতিনিধি দলটি জানায়, চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত জায়গা দরকার। এই লক্ষ্যে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়ন কমিটি চট্টগ্রাম শহরের ভিতর কয়েকটি জায়গা পরিদর্শন করে। কমিটির প্রস্তাবনায় চট্টগ্রাম ডেন্টাল কলেজের জায়গা বরাদ্দের জন্য রেলওয়ে হাসপাতাল সিআরবি চট্টগ্রাম; বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, ২০ মোহরা, কালুরঘাট, চট্টগ্রাম; হামিদচর, চান্দগাঁও বন্দর মৌজা আনু: – (৭৩ একর খাস) সমন্বিত সরকারি অফিস স্থানান্তর, প্রস্তাবনা দাগ-১২০/১২১, চট্টগ্রাম; আমিন জুট মিলস এলাকা চট্টগ্রামে চারটি স্থান প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়।
প্রতিনিধি দলটির সাথে বিস্তারিত আলোচনার পর নগরীর সিআরবিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের বিষয়ে মেয়র সম্মত হন।
মেয়র বলেন, ‘রোগীর অভাবে এবং পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে নগরীর সিআরবিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালটি ধুঁকছে। এখানে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়ন করলে একদিকে বৃহত্তর চট্টগ্রামবাসীর স্বাস্থ্যসেবার পরিসর বৃদ্ধি পাবে। পাশাপাশি হাসপাতালটিতে পর্যায়ক্রমে মেডিসিন, সার্জারি, ইএনটি, কার্ডিয়াক, নিউরোলজিসহ বিভিন্ন বিভাগ এবং আইসিইউ চালুর মাধ্যমে নগরীতে স্বাস্থ্য শিক্ষা ও সেবার আওতা বৃদ্ধি পাবে। এর ফলে চমেকর হাসপাতালের উপর রোগীর চাপ কমবে এবং ঢাকার মতো চট্টগ্রামেও একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠিত হবে।’
মেয়র সভা থেকে তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের বিষয়ে পদক্ষেপ নেন এবং প্রতিনিধি দলটিকে পরবর্তী করণীয়ের বিষয়ে দিক-নির্দেশনা দেন।