ঢাকা: শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর এবার দ্বিতীয় বারের মতো ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে বিশ্বখ্যাত বার্সা একাডেমি। ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) আয়োজনে বার্সেলোনা ফুটবল ক্লাবের আঁতুড়ঘর বার্সা একাডেমির অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এই সামার ক্যাম্প আগামী জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ক্যাম্পটি আগামী ২২ জুন শুরু হয়ে চলবে ২৬ জুন পর্যন্ত। এবারের ক্যাম্প পরিচালনা করবেন বার্সা কোচ এরিক বেনাভিদেস ও বার্সা কো-অর্ডিনেটর জাভিয়ের তারসা; তরুণ ফুটবলপ্রেমীদের যথাযথ প্রশিক্ষণ ও তাদের দক্ষতা উন্নয়ন করার ক্ষেত্রে তারা দুইজনেই বেশ অভিজ্ঞ।
বার্সা একাডেমি ঢাকার জন্য ইতোমধ্যে সব স্কুলের শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তবে, ক্যাম্পটির আসনসংখ্যা সীমিত হওয়ায়, আগ্রহী অংশগ্রহণকারীদের দ্রুত আবেদন করে ফেলতে হবে। রেজিস্ট্রেশন সম্পর্কিত তথ্য পাওয়া যাবে: https://barcaacademy.fcbarcelona.com/en/card/3660911/dhaka-camp
তরুণ ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠার প্রত্যয় নিয়ে এসেছে এবারের সামার ক্যাম্পটি; এখান থেকে অংশগ্রহণকারীরা নিজের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি, কারিগরি দক্ষতা বাড়ানোর সুযোগ পাবে।
গত বার বার্সা ক্যাম্পে অংশ নেয়া আইএসডির গ্রেড-৭’-এর শিক্ষার্থী আজান আবদুল্লাহ বলে, “গত বারের সামার ক্যাম্পে দুর্দান্ত অভিজ্ঞতা পাওয়ার পর থেকে আমি আরও কিছু শেখার জন্য অধীর আগ্রহে ছিলাম। বিশেষ করে, অবিশ্বাস্য ড্রিবলিং ও পাসিংয়ের জন্য বার্সেলোনা ফুটবল ক্লাব বেশ পরিচিত। এবারের ট্রেনিং ক্যাম্প থেকে আমি এই দক্ষতা অর্জন করতে চাই। আমি ইতোমধ্যে এবারের ক্যাম্পের জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছি।”
এবারের ট্রেনিং ক্যাম্প থেকে অংশগ্রহণকারীরা টিমওয়ার্ক (দলগত কাজ) ও ফেয়ারপ্লের গুরুত্ব সম্পর্কে শেখার সুযোগ পাবে, যা তাদের মাঠের বাইরেও ব্যক্তিগত জীবনে কাজে লাগবে।