চট্টগ্রাম: এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিন মঙ্গলবার (১৫ এপ্রিল) পরীক্ষার্থীদের সাথে আসা অপেক্ষমান অভিভাবকদের তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগরীর
রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে পর্যায়ক্রমে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, পিএইচ আমীন একাডেমী ও সিএমপি স্কুল এন্ড কলেজ পরীক্ষার কেন্দ্রে ছাউনিগুলো পরিদর্শন, কোমল পানীয় বিতরণ এবং অভিভাবকদের খোঁজ খবর নেন বিএনপির নেতা ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান।
১১ টি পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের একটু স্বস্তি দিতে পরীক্ষা কেন্দ্রের মাঠে তৈরি করেছিলেন ছাউনি, ব্যবস্থা করেছেন চেয়ার, কোমল পানীয় ও স্বেচ্ছাসেবক টিম। এসএসসি পরীক্ষার শুরুর দিন থেকে ধারাবাহিকভাবে মাসব্যাপী প্রতিটি পরীক্ষায় এই আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছেন তিনি।
সাঈদ আল নোমান বলেন, ‘আমার কাছে রাজনীতি মানেই মানুষের সেবা করা, জনগণের পাশে থাকা। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের দক্ষতানির্ভর বাংলাদেশ, যেখানে তরুণরা তাদের মেধা ও দক্ষতা দিয়ে রাষ্ট্রকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। তারেক রহমান আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা ঘোষণা করেছেন।’
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্তি, জসিম উদ্দিন জিয়া, আব্দুল আলিম স্বপন, শাহীন আহমেদ কবির, মো. শফিউল্লাহ, দাদন দড়ি সুরুজ, দিদারুল আলম, রেজাউল করিম মিন্টু, মো. সালেহ, মো. আলী, কাফি মুন্না, মোশাররফ আমিন সোহেল, রাজু খান।