চট্টগ্রাম: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ অভিপ্রায় ও নির্দেশনার আলোকে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী করণীয় নির্ধারণের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকদের সমন্বয়ে গঠিত ‘গবেষণা টিম’ তাদের গবেষণা ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয়’ বিষয়ে সুপারিশ ও প্রস্তাবনা জমা দিয়েছেন।
বুধবার (৯ মার্চ) দুপুরে চবির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াই্ইয়া আখতারের হাতে এটি হস্তান্তর করা হয়।
এ সময় চবি উপ-উপাচার্য (প্রশাসন) ও গবেষণা টিমের আহ্বায়ক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, গবেষণা টিমের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরীয়া, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, প্রফেসর ড. মো. আলাউদ্দিন মজুমদার, প্রফেসর ড. মো. ইকবাল সরোয়ার, প্রফেসর ড. এনএম সাজ্জাদুল হক ও সদস্য সচিব প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ উপস্থিত ছিলেন।
এ গবেষণার মূল উদ্দেশ্য ছিল চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা সমস্যার মূল কারণ চিহ্নিত করে একটি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রতিকারমূলক ব্যবস্থা সুপারিশ করা। এ মূল লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে গবেষণা টিম ওই বিষয়ের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে চিহ্নিত করে তথ্য-উপাত্ত সংগ্রহ করে জলাবদ্ধতায় পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং ভূতত্ত্ব বিষয়ক প্রভাব নিরসনে করণীয়; জলাবদ্ধতায় কারিগরি ও প্রকৌশল বিষয়ক প্রভাব নিরসনে করণীয়; জলাবদ্ধতায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রভাব নিরসনে করণীয় এবং জলাবদ্ধতায় শাসন ও জনসচেতনতা বিষয়ক প্রভাব নিরসনে করণীয়- এ চারটি বিষয়ে অভিজ্ঞদের সাথে ফোকাস গ্রুপ আলোচনার মাধ্যমে আলোচনা করে প্রাপ্ত ফলাফলের নিরিখে গবেষণা টিম স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কিছু প্রস্তাবনা পেশ করেন।
মুহাম্মদ ইয়াই্ইয়া আখতার মুহাম্মদ ইউনূসের বিশেষ অভিপ্রায় ও নির্দেশনায় চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে গঠিত চবির ‘গবেষণা টিমকে’ চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ে প্রস্তাবনা ও সুপারিশমালা পেশ করায় ধন্যবাদ জানান। তিনি চবির শিক্ষক-গবেষকদের চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামো উন্নয়নে সরকারের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান।
উল্লেখ্য, চবির উপাচার্য গত ১১ জানুয়ারি মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ ও আলোচনা শেষে তার এ বিশেষ অভিপ্রায় ও নির্দেশনায় চবিতে একটি কমিটি গঠন করেন। আজ ওই কমিটি দীর্ঘ গবেষণা শেষে উপাচার্যের কাছে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে পরিকল্পনা পেশ করে।