ফটিকছড়ি, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার ফটিকছড়ির ভূজপুরে মা ও ভাইয়ের হত্যায় অভিযুক্ত মোহাম্মদ ইয়াছিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কাঞ্চননগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত মাসুম ও অভিযুক্ত ইয়াসিন একই এলাকার আলী আহমেদের ছেলে এবং নিহত জুলেখা খাতুন আলী আহমেদের স্ত্রী।
এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
জানা যায়, গত ৩ এপ্রিল সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের ফকিরা বন এলাকার ভোলা গাজীর বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা জুলেখা খাতুন (৫৫) ও ছোট ভাই মো. মাসুমকে (৩৫) এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ইয়াছিন। রোববার (৬ এপ্রিল) সকালে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুলেখা খাতুন। এর আগে শুক্রবার (৪ এপ্রিল) রাতে নগরের হাসপাতালে মারা যান জুলেখা খাতুনের ছোট ছেলে মো. মাসুম (৩৫)।