চট্টগ্রাম: দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পালন করা হয়েছে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৪।
এ উপলক্ষ্যে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। এরপর সিভাসুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সিভাসুর ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর একেএম সাইফুদ্দিন।
ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এসিআই এনিম্যাল হেলথ লিমিটেডের হেড অব বিজনেস ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন। প্রেজেন্টেশন দেন সিভাসুর মাইক্রোবায়োলজি ও ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগের প্রফেসর আবদুল আহাদ এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পাবলিক হেলথের সহযোগী অধ্যাপক মহিউদ্দিন আহসানুল কবির চৌধুরী।
সভায় একেএম সাইফুদ্দিন বলেন, ‘জলাতঙ্কের টিকার মূল্য সহনীয় পর্যায়ে রাখা গেলে টিকা গ্রহণের হার বাড়বে। এতে করে জলাতঙ্কের ঝুঁকি কমবে।’
জনসচেতনতা বৃদ্ধি ও টিকার সহজলভ্যতা জলাতঙ্ক নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৪ উপলক্ষ্যে সিভাসু কর্তৃক আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলে ১০০টি পোষা প্রাণীকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান, পোষা প্রাণীর মালিকদেরকে নিয়ে জলাতঙ্ক সম্পর্কিত সচেতনতামূলক সভা, বিতর্ক প্রতিযোগিতা, পোস্টার ও চিত্র প্রদর্শনী।
















