চট্টগ্রাম: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র (চউক) চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কইকা) বিশেষ টিম।
সোমবার (৮ জুলাই) সকালে সিটির কোতোয়ালিস্থ চউকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে চউক কর্তৃক বাস্তবায়নাধীন মাস্টারপ্ল্যান প্রকল্প এবং কইকার অর্থায়নে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) কর্তৃক বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্পের প্রাক সম্ভাব্যতা যাচাইয়ের তথ্য ও মতামত দেয়া হয়।
এ ব্যাপারে মোহাম্মদ ইউনুছ বলেন, ‘আমাদের চট্টগ্রামকে পরিকল্পিতভাবে বসবাসযোগ্য করার লক্ষ্যে আগামী ৫০-১০০ বছরের জন্য পরিকল্পনা নিতে হবে। তাই, মেট্রোরেল প্রকল্প নিয়ে শুধুমাত্র বর্তমান শহরকে নিয়ে ভাবলে হবে না, বৃহত্তর চট্টগ্রাম তথা দক্ষিণ চট্টগ্রাম ও উত্তর চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা সহজতর করার ব্যাপারটি মাথায় রাখতে হবে।’
এ জন্য তিনি মেট্রোরেলের পাশাপাশি সার্কুলার ট্রেনের উপর গুরুত্বআরোপ করে বলেন, ‘মেট্রোরেল প্রকল্প যদি আন্ডারগ্রাউন্ড হয়, তবে পরিবেশগত দিক যেমন বন্যা, জলোচ্ছ্বাস ও পাহাড়ি ঢল হলে কিভাবে মিটিগেট করা হবে, তা যেন পরিকল্পনায় থাকে।’
এছাড়া প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে ত্বরান্বিত করার জন্য চউক সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন মোহাম্মদ ইউনুছ।
এ সময় উপস্থিত ছিলেন চলমান মাস্টার প্ল্যান প্রকল্পের প্রকল্প পরিচালক ও উপ-প্রধান শহর পরিকল্পনাবিদ মোহাম্মদ আবু ঈসা আনছারী ও নগর পরিকল্পনাবিদ জহির আহম্মেদ।
কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির পক্ষে উপস্থিত ছিলেন এমআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক মীর মোহাম্মদ কামরুল হাসান, ইয়োসিন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট ইলহো চুং, জুনহেং জো ও সাঙ্গায়ো লি।
















