চট্টগ্রাম: ঐতিহ্যবাহী পটিয়া ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কমিটির মেয়াদ শেষ হওয়ায় কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফ্রেব্রুয়ারি) ক্লাবের কার্যালয়ে গভর্নিং বডির সভাপতি নাজমুল নাহারের সভাপতিত্বে সভায় পটিয়া ব্রাদার্স ইউনিয়নের সাতজন উপদেষ্টাসহ ৫১ জন বিশিষ্ট নয়া কার্যকরী কমিটি গঠন ও অনুমোদন দেয়া হয়।
কমিটিতে এমএ কাসেমকে প্রধান পৃষ্ঠপোষক ও নুরুল ইসলাম সওদাগরকে প্রধান উপদেষ্টা করা হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আবুল বশরকে সিনিয়র সহ সভাপতি, ক্রীড়াবিদ ও ব্যাংকার আমীর হুসাইনকে সাধারণ সম্পাদক, নাসির উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি অনুমোদন দেয়া হয় ।
সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত এটিএম মুহিবুল্লাহ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং পটিয়া ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করা হয়।
















