সীতাকুণ্ড, চট্টগ্রাম: স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন বলেছেন, ‘সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। শিগগির এর কাজ শুরু হবে। এখানে একজন সার্জন নিয়োগ দিয়ে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।’
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘এখানে ট্রমা সেন্টারের কথা বলা হলেও আসলে তার জন্য নয়া স্থাপনাসহ বিভিন্ন আয়োজন লাগবে। তার চেয়ে এখানে একজন সার্জন দিয়ে অপারেশনসহ জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা ভাল হবে।’
এর পূর্বে, মন্ত্রী হাসপাতালে এসে প্যাথলজিতে নিজের ডায়াবেটিস পরীক্ষা করান ও তিনি বিভিন্ন বেডে গিয়ে রোগীদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম-চার সীতাকুন্ড আসনের সাংসদ এসএম আল মামুন, স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ডিজি ডাক্তার এবিএম খুরশিদ আলম, পরিচালক প্রশাসন ডাক্তার সামিউল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডাক্তার মো. মহিউদ্দিন, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাক্তার মো. ইলিয়াছ চৌধুরী, সীতাকুণ্ড উপজেলার নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র বদিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, সীতাকুন্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী।
মন্ত্রী আসার পর এসএম আল মামুন হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য ডিও এবং ট্রমা সেন্টার করার জন্য পৃথক দুটি ডিও লেটার মন্ত্রীর হাতে তুলে দেন। মন্ত্রী সঙ্গে সঙ্গে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার ব্যাপারে একমত হয়ে তা অনুমোদন করে দেন।
এসএম আল মামুন বলেন, ‘আমাদের দীর্ঘ দিনের দাবি ছিল, এই হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় রূপান্তর করা। পূর্বেও আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু, তা বাস্তবায়ন হয়নি। এবার আমি সাংসদ হওয়ার পর আজ স্বাস্থ্য মন্ত্রীকে ডিও লেটার দিয়েছি। তিনি তাৎক্ষণিক তা অনুমোদন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
নুর উদ্দিন বলেন, ‘মন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে এটির কার্যক্রম খতিয়ে দেখার পর আমাদেরকে কাজ করার কিছু দিক-নির্দেশনা দিয়েছেন। সবচেয়ে আনন্দের কথা হল, তিনি হাসপাতালটিকে ১০০ শয্যায় পরিণত করার বিষয়টি অনুমোদন করে দিয়েছেন।’