চট্টগ্রাম: প্রায় তিন মাস পর প্রকাশ্যে দলীয় কর্মসূচিতে এলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। গেল ২৮ অক্টোবর থেকে অনেকটা আত্মগোপনে থাকা এই নেতাকে দলীয় নেতাকর্মীরা মাঠে তো নয়ই, মুঠোফোনেও পাননি বলে অভিযোগ আছে। তাকে না পেয়ে তার ব্যক্তিগত সহকারীকে ফোন করলে ‘স্যার চট্টগ্রাম নেই’ বলে উত্তর দিয়ে আর বেশী তথ্য দিতেন না।
সোমবার (২২ জানুয়ারি) বিকালে সিটির কাজীল দেউড়িস্থ চট্টগ্রাম নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নির্বাহী কমিটির সভায় হাজির হয়ে সভাপতিত্ব করেন গোলাম আকবর খোন্দকার।
আন্দোলনের মাঠে তাকে দেখা না গেলেও নয়া সরকারকে স্বৈরাচারী সরকার আখ্যা দিয়ে কেন্দ্র ঘোষিত যে কোন কর্মসূচি পালনে তিনি দলীয় নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিনের সঞ্চালনায় দলের সাংগঠনিক কর্মকাণ্ড এবং বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করে বক্তৃতা করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ হালিম, ইউনুছ চৌধুরী, ছালাহউদ্দিন, নুর মোহাম্মদ, বেলায়েত হোসেন, কাজী মো. সালাহউদ্দিন, জসিম উদ্দিন সিকদার, এমএ তাহের, আজিম উল্লাহ বাহার, খুরশীদ জামিল চৌধুরী, আবদুল আউয়াল চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, কুতুব উদ্দিন বাহার, মো. সেলিম, আবু আহমেদ হাসনাত, আনোয়ার হোসেন, কাজী মহিউদ্দিন, জহির আজম চৌধুরী, গিয়াস উদ্দিন, আলমগীর হোসেন ঠাকুর, শওকত আলী নুর, মো. মহসিন, ইউসুফ নিজামী, জয়নাল আবেদীন, জহুরুল আলম, মোবারক হোসেন কাঞ্চন, মো. মহিউদ্দিন, এজাহার মিয়া, নিজাম উদ্দিন, অহিদুল আলম, আবুল বশর, ইফতেখার চৌধুরী।
সভায় গোলাম আকবর খোন্দকার বলেন, ‘আওয়ামী সরকারের প্রতি জনগণের কোন ম্যান্ডেট নেই। ডামি নির্বাচনে জনগণ বিএনপির আহ্বানে সাড়া দিয়েছে। নির্বাচনে শতকরা ৯০ ভাগ ভোটারও ভোট দিতে কেন্দ্রে যায়নি। আওয়ামী লীগ ডামি নির্বাচনের মাধ্যমে তাড়াহুড়ো করে সরকার গঠন করলেও তাদের খুবই দ্রুত পতন হবে।’