চট্টগ্রাম: চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে নির্বাচিত সাংসদ এম আবদুল লতিফের উদ্যোগে নির্বাচনে প্রতিটি কেন্দ্র পাহারা দিয়ে শেখ হাসিনার নৌকাকে জয়ী করায় ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে রোববার (২১ জানুয়ারী) বিকালে নছু মালুম জামে মসজিদ সংলগ্ন এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুল হক পেয়ারুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাহউদ্দীন ইবনে আহমদ।
আওয়ামী লীগ হতে নতুন নির্বাচিত টানা চার বারের সাংসদ আবদুল লতিফ নিজে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সাথে আনন্দ ভাগাভাগি করে বলেন, ‘আপনারা জয়ী প্রার্থীকে সব সময় সংবর্ধনা দেন, আজ আমিই আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা ও সংবর্ধনা জানাতে এসেছি। আওয়ামী লীগ নামধারী খন্দকার মোশতাক গংদের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে প্রতিটি কেন্দ্র পাহারা দিয়ে নৌকার জয়, আমার জয়, আমার নেত্রীর জয় নিশ্চিত করেছেন, তারাই আওয়ামী লীগ, বাকিরা কচুরিপানা, জোয়ারে আসে, ভাটায় চলে যায়।’
তিনি আরো বলেন, ‘আমি ওয়ার্ডে ওয়ার্ডে সংবর্ধনার আয়োজন করব। যারা রাত দিন আমার জন্য, নৌকার জন্য কষ্ট করেছেন, তাদের কষ্টার্জিত জয়ের মালা আমি তাদের গলায় পরিয়ে দিলাম। এই মালা আমার নয়, এই মালা আপনাদের মত কমিটেড নেতাকর্মীদের প্রাপ্য; যারা শেখ হাসিনার নৌকার জয় নিয়ে এসেছেন। বার বার আমাকে আপনারা জনপ্রতিনিধি নির্বাচিত করছেন, বিশেষ করে পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডবাসী আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। আমি ও আমার পরিবার এই ঋণ কৃতজ্ঞচিত্তে আজীবন স্মরণ করর।’
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, আওয়ামী লীগের নেতা আবদুল মান্নান, মো. সানাউল্লাহ, আবদুল মালেক, হাসান রাজু, ওয়ারিশ আলী খান, মঞ্জু খান, লায়লা এটলী, মো. জাহাঙ্গীর, আনোয়ার হোসেন, পঙ্কজ বৈদ্য সুজন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, শামসুল হুদা মিন্টু, নুরুল হুদা, শাহেদ ইফতেখার, সুফিউর রহমান টিপু, সাব্বির, মো. সোলেমান, রোকনুজ্জামান রাশেদ, সিরাজুম মুনির সাকিব, ফয়সাল বিন শফি, ছাত্র নেতা আবু তারেক রনি, ফয়সাল সাব্বির, সাফাত বিন আলম বক্তৃতা করেন।
উপস্থিত ছিলেন আবিদ হোসেন, শাহীন চৌধুরী, সালাউদ্দীন সরকার, আবদুল মোনাফ, মো. নাসিম, আবু তালেব, মো. শাহরিয়ার হাসান, শাহাজাহান প্রমুখ।