বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা জনাব ড. আহমদ কায়কাউসের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তি অনুযায়ী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ ৯ ডিসেম্বর থেকে বাতিলপূর্বক যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে তাকে বিশ্বব্যাংকের ওয়াশিংটনস্থ প্রধান কার্যালয়ে ‘বিকল্প নির্বাহী পরিচালক পদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এর পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।