মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি।
লুটপাট ও যৌন নিপীড়নের মামলায় জামিন পেলেন বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।
আজ ২৬ শে জানুয়ারি, বুধবার সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, বাসাবাড়ি ভাঙচুর, লুটপাট এবং যৌন নিপীড়নের অভিযোগে এক নারী গত বছরের ২৭ জুন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় পৌর মেয়র ইসলাম বেবীসহ সাতজনকে আসামি করা হয়। ৩ অক্টোবর এই মামলায় পুলিশ প্রতিবেদন দেয়। এতে বলা হয়, সাত আসামির মধ্যে তিন আসামির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, বাড়ি ভাঙচুর ও লুটপাটের সত্যতা পাওয়া গেছে। তাঁরা বাদী নারীর পিতার বসতবাড়ি ভেঙে দিয়েছেন এবং জায়গাটি দখল করে সীমানাদেয়াল নির্মাণ করেন।
প্রতিবেদন পাওয়ার পর গত ২৪ শে জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক আসামী মোঃ ইসলাম,আশুতোষ,মোঃ নাছির উদ্দীন,ফরিদ উদ্দীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী কৌশিক দত্ত বলেন, আদালতে তদন্ত কর্মকর্তার জমা দেয়া প্রতিবেদনে, ঘটনা সংগঠিত হওয়ার সময় এবং কল রেকর্ড যাচাই করে দেখা যায় ঐ সময় তিনি বান্দরবানের বাইরে ছিলেন এবং ঘটনায় সম্পৃক্ততা থাকার বিষয়ে কোন তথ্য প্রমান পাওয়া যায়নি।তাই বিজ্ঞ আদালত আমাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন।
















