চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ৬ সদস্যের রিভিউ কমিটির শীর্ষ নেতারা আজ বুধবার নগরীর ২২ ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের সাথে মতবিনিময় করবেন।মহানগর আওয়ামীলীগের ১ থেকে ২২নং ওয়ার্ডের নেতাদের সাথে আজ সন্ধ্যা ৬টায় দামপাড়াস্থ মরহুম জহুর আহমেদ চৌধুরীর বাসভবনে রিভিউ কমিটির নেতারা মতবিনিময় করবেন।
বৈঠকে রিভিউ কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এম. জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি উপস্থিত থাকবেন বলে মহানগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
কেন্দ্র থেকে গঠিত রিভিউ কমিটির সাথে আজকের মতবিনিময় সভায় মহানগর আওয়ামীলীগের ১ থেকে ২২নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ইউনিট-ওয়ার্ড ও থানা সম্মেলনকে ঘিরে বিরোধ নিরসন করে সম্মেলনের ব্যবস্থা করার জন্য গত ১৬ জানুয়ারি কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকায় মহানগর আওয়ামীলীগের শীর্ষ নেতাদের বৈঠকে ৬ সদস্যের রিভিউ কমিটি গঠন করা হয়।
















