বিনোদন ডেস্ক :
যদিও শুরু থেকেই শোনা যাচ্ছিল, পুত্র সন্তানের মা হয়েছেন কুলি খ্যাত নায়িকা। হঠাৎ আবার গতকাল থেকে গুঞ্জন চলছে পুত্র না কন্যা সন্তানের মা হয়েছেন পপি। তবে নায়িকার ঘনিষ্ঠজন পরিচয়ে একাধিক ব্যক্তি তার পুত্র সন্তানের ইঙ্গিতই দিয়েছেন।
এদিকে বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সরব শিল্পীরা। সাদা-কালো, রঙিন ও ডিজিটাল যুগের সব তারকাকে এক করেছে এই নির্বাচন। গত কয়েক বছর ধরে কখনো প্রার্থী হয়ে বা কাউকে সমর্থন করে নির্বাচন জমিয়ে রাখতেন পপি। এবার এই সুন্দরীর না থাকাটা সবাই খুব মিস করবেন এটাই স্বাভাবিক। বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় অভিনেত্রী শিমু হত্যার বিচারের দাবি ও এই শিল্পীর আত্মার শান্তির জন্য মিলাদের আয়োজন করে মিশা-জায়েদ পরিষদ।
এদিন রাত ৯ টার পর ভিড় অনেকটাই কমে যায়। শিল্পী সমিতির ঠিক সামনের দিকে এক সিনিয়র সাংবাদিককে পপির ব্যাপারে খোঁজ নিতে দেখা গেল।
কানাঘুষায় যা বোঝা গেল শোবিজের কারও সঙ্গেই যোগাযোগ রাখছেন না কারাগার খ্যাত নায়িকা। এক সময়ের এই হিট নায়িকা আড়াল হয়েও কারও মনের আড়াল হননি।
চলচ্চিত্রের মানুষ তার এই দূরে থাকায় কষ্ট পাচ্ছেন। কেউ কেউ বলছিলেন, পপি বিয়ে করুক, তার সন্তান হোক, সিনেমা ছেড়ে দিক যাইই করুক না কেন। শিল্পীদের এইব উৎসবমুখর দিনগুলোতে তাকে আমরা চাই।
















