নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির গুইমারায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন।
শনিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি জোরখাম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
নিহত কাভার্ড ভ্যান চালক বাগেরহাট মোড়ালগন্জ থানার পুটাখালি গ্রামের জয়নাল আবেদীনের পুত্র সাইফুল ইসলাম (৪০)।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান চট্টগ্রাম নিউজকে জানান, আজ সকালে মালবাহী কাভার্ড- চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস হাফছড়ি জোরখাম্বা এলাকায় মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির দুই সদস্য সহ ১২ জন আহত হয়েছে। স্হানীয় ও গুইমারা থানার সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস- কাভার্ড ভ্যান থানা হেফাজতে রাখা হয়েছে।