চট্টগ্রামের জন্য সুখবর, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্তের মধ্যে কোন রোগীর মৃত্যু হয়নি। এনিয়ে মৃত্যুহীন টানা ১২ দিন পার করলো চট্টগ্রাম।
এছাড়া নতুন করে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এদের ২ জন নগরের আর একজন উপজেলার বাসিন্দা।
রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে সরকারি-বেসরকারি ৬টি ল্যাবে সর্বোমোট ১ হাজার ৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩ জনের ফলাফল পজিটিভ আসে। এদের ২ জন নগরের আর ১ উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৬৬ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ২১৭ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৪৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
















