আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের চার চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় সোমবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এ ঘোষণা দিয়েছেন।
বিজয়ী প্রার্থীরা হলেন উপজেলার বৈরাগ ইউপির নোয়াব আলী, বটতলী ইউপির এম এ মান্নান চৌধুরী, বারখাইন ইউপির হাসনাইন জলিল চৌধুরী শাকিল ও চাতরী ইউপির আফতাব উদ্দিন আহমদ চৌধুরী সোহেল।
বৈরাগ ইউপির নোয়াব আলী ও বারখাইন ইউপির হাসনাইন জলিল চৌধুরী শাকিল একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে চাতরী ইউপি নির্বাচনে পিতা-পুত্র দুইজনই মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাইয়ের পরদিন পিতা সামশুদ্দিন আহমদ চৌধুরী তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
এছাড়া বটতলী ইউপির স্বতন্ত্র প্রার্থী মেসবাহ উদ্দিন চৌধুরী সোহেলের মনোনয়ন ঋণ খেলাপির দায়ে বাতিল করা হয়। এতে আওয়ামী লীগ মনোনীত এম এ মান্নান চৌধুরী একক প্রার্থী হিসেবে থেকে যান।
এছাড়াও উপজেলার তিন ইউনিয়নে তিনটি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে তিনজন এবং একটি সংরক্ষিত নারী ওয়ার্ডে একজন সদস্য বিনা প্রতিদ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো.আনোয়ার খালেদ বলেন, তাদের চারজনকে বিনা প্রতিদ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলেও নির্বাচনী তফসিল অনুযায়ী ভোট শেষে অন্যদের সঙ্গে তাদের গেজেট প্রকাশ করা হবে।
এ উপজেলার ১০টি ইউপিতে পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহণ হবে। এসব ইউপিতে চেয়ারম্যান পদে ২০ জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্য পদে ৯১ জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩৮১ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন।
















