মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক অঞ্চলের ২ নম্বর প্রকল্প এলাকায় একটি চোলাই মদের কারখানায় অভিযান চালিয়েছে র্যাব।
বৃহস্পতিবার রাতে এ অভিযান চালায় র্যাব-৭ এর একটি দল। অভিযানে ১০ হাজার লিটার চোলাই মদসহ দুজনকে আটক করা হয়েছে। আটকরা হলো- বান্দরবানের লামা উপজেলার শরীফুল ইসলাম (২৫) ও খুলনার দাকোপ থানার রিপন (২৭)।
এ বিষয়ে র্যাব-৭ এর ল্যাফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাইয়ের ইছাখালী এলাকায় অর্থনৈতিক অঞ্চলের ২ নম্বর প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির একটি কারখানার সন্ধান পাই আমরা। পরে সেখানে অভিযান চালিয়ে দশ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে তা ধ্বংস করা হয়েছে।
উদ্ধার করা এসব চোলাই মদের মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ সময় দুজনকে আটক করা হয়। মদ তৈরির এ কারখানার সঙ্গে বিদেশি নাগরিকসহ বড় একটি চক্র যুক্ত আছে বলে ধারণা করছি। এ ঘটনায় মাদক আইনে জোরারগঞ্জ থানায় মামলা করা হবে।
















